সুন্দরগঞ্জে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটার ঘটনায় গ্রেফতার ৪
প্রকাশ : ০৬ মে ২০২৪, ২১:২৮
সুন্দরগঞ্জে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটার ঘটনায় গ্রেফতার ৪
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সরকারি দীঘির পাড় গ্রামে ভাড়াটে বাহিনী দিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটার ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (৫ মে) রাতেই আব্দুল কুদ্দুস মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার ভাড়াটে বাহিনীর সদস্য লাবু মিয়া, সিরাজ মিয়া, আনোয়ার হোসেন ও সবুজ মিয়া।


থানা পুলিশ ও স্থানীয়দের নিকট হতে জানা গেছে, দীর্ঘদিন হতে ওই গ্রামের বাছরত উল্লার ছেলে আব্দুল কুদ্দুস মিয়া, খলিলুর রহমানের সাথে প্রতিবেশী আব্দুল জলিল মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ও সোনা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে ও হাইকোর্টে একাধিক মামলা চলমান রয়েছে। মামলার রায়ের ভিত্তিতে আব্দুল কুদ্দুস মিয়ার গ্রুপ বিরোধপূর্ণ প্রায় ১২ বিঘা জমিতে ইরি-বেরো চাষাবাদ করেন। হঠাৎ করে রবিবার মোস্তাফিজার রহমান গ্রুপ ওই রায় হাইকোর্ট স্থগিত করেছে মর্মে দাবি করে গাইবান্ধা জেলা শহর হতে ট্র্যাক এবং অ্যাম্বুলেন্সে যোগে কমপক্ষে ৫০০ ভাড়াটে বাহিনী নিয়ে এসে বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করেন।


খবর পেয়ে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।


প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ সূর্য মিয়ার ভাষ্য, ঘটনাস্থল সংলগ্ন তার বাড়ি। রবিবার দুপুরে হঠাৎ করে ট্র্যাক, অ্যাম্বুলেন্স, ব্যাটারি চালিত অটোভ্যান, মোটরসাইকেল যোগে কমপক্ষে ৫০০ জন ভাড়াটে লোকজন দেশীয় লাঠিসোঁটা নিয়ে এসে বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করেন। গ্রাম পুলিশসহ স্থানীয় কিছু সংখ্যক লোকজন তাদেরকে বাধা দেয়। এরপরও জবরদখল করে ধান কাটা শুরু করে ভাড়াটে বাহিনী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের ভাষ্য, বিরোধপূর্ণ জমির ধান কাটার ঘটনা নিয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


৬ মে, সোমবার গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com