চিলমারীতে নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় আটক ১
প্রকাশ : ০৪ মে ২০২৪, ১৭:২০
চিলমারীতে নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় আটক ১
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রচারণায় হামলার ঘটনায় মো. ফিরোজ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।


শুক্রবার (৩ মে) রাতে জোড়গাছ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ জোড়গাছ এলাকার দৌলা চৌকিদারের ছেলে।


এর আগে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার ঘটনায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার দফতরে লিখিত অভিযোগ করেন। ওই হামলায় জাহাঙ্গীর আলম নামে আনারস প্রতিকের সমর্থক ও কর্মীর ডান হাত ভেঙে যায়। আরও কয়েকজন আহত হন।


পরে নুর ই ইলাহী তুহিন, ফিরোজ আলম, দেলোয়ার হোসেন দেলো, রফিয়াল হকের নামে মামলা দায়ের হয়। অভিযুক্ত করা হয় কাপ পিরিচ প্রতিকের আরও অর্ধশতাধিক কর্মী সমর্থকদের।


অভিযোগ সূত্রে জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নেতাকর্মীদের নিয়ে জোড়গাছ বাজারে ভোট চাইতে গেলে হঠাৎ করে একদল সন্ত্রাসী লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনারস প্রতীকের কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে।


চিলমারী মডেল থানার অফিসার মো. মোজাম্মেল হক জানান, আটককৃতকে শনিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রাফি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com