গাইবান্ধা পৌরসভার স্যানিটেশন খাতে বাজেট বৃদ্ধির দাবিতে স্মারকলিপি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৯:৫০
গাইবান্ধা পৌরসভার স্যানিটেশন খাতে বাজেট বৃদ্ধির দাবিতে স্মারকলিপি
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধা পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণসহ এ বাজেট বৃদ্ধির দাবিতে পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


২ মে, বৃহস্পতিবার সকালে নারী ফোরামের সদস্যরা পৌর মেয়রের হাতে এ স্মারকলিপি তুলে দেন।


নারী ফোরামের সভাপতি সুলতানা-ই-নূর শাহী এর নেতৃত্বে ফোরামের সদস্যরা এই স্মারকলিপি হস্তান্তর করেন।


এতে উল্লেখযোগ্য দাবির মধ্যে ছিল পৌরসভার বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ ও বাজেট বৃদ্ধি এবং পৌর এলাকায় অবস্থিত পাবলিক টয়লেটগুলো ব্যবহার উপযোগী করে তোলা বিশেষ করে নারীদের জন্য ব্যবহার উপযোগী করা।


উল্লেখ্য, নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতকরণে ফানসা বাংলাদেশের সহায়তায় এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধা পৌরসভার ৯টি ওয়ার্ডে এ প্রকল্প বাস্তবায়ন করছে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com