তীব্র তাপদাহে ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫৯
তীব্র তাপদাহে ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তীব্র তাপদাহে ঝিনাইদহে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জেলা ইমাম পরিষদের উদ্যোগে ২৪ এপ্রিল বুধবার সকাল ৮টায় শহরের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজের আয়োজন করা হয়।


এ উপলক্ষ্যে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


নামাজে অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহপাক যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই রবের কাছে প্রার্থনা।


ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইস্তিসকা বলে। ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com