চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা
প্রকাশ : ০৫ মে ২০২৪, ২১:২৪
চবিতে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুমতি ছাড়া প্রবেশকারী বহিরাগতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।


৫ মে, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনাকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা আনতে এই অভিযান। শিক্ষার্থী ব্যতীত অন্য যারা আসে ক্যাম্পাসে এরা বিশৃঙ্খলার কাজের সাথে লিপ্ত হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের উপরে যায়। আমরা চাইব বিশ্ববিদ্যালয়ের যে বিশৃঙ্খল এ পরিস্থিতি শৃঙ্খলায় পরিণত হয়। তারই একটি অংশ হিসেবে আজকের অভিযান এবং এ অভিযান চলমান থাকবে।


বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জয়নুল আবেদীন বিবার্তাকে বলেন, প্রক্টরিয়াল বডির নির্দেশক্রমে আমরা কিছু বহিরাগত বাইক আটকিয়ে তাদের কাগজপত্র আছে কি-না চেক করেছি। প্রায় শখানেক বাইকের চাবি আমরা জব্দ করেছি। তাদের মধ্যে অনেকেরই গাড়ির লাইসেন্স ছিল না আবার অনেকে অন্যের গাড়ি নিয়ে এসেছে। ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা তাদেরকে সতর্ক করেছি যাতে ভবিষ্যতে অনুমতি ছাড়া এভাবে ক্যাম্পাসে যত্রতত্র আনাগোনা না করে।


বিবার্তা/মহসিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com