মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়াল বিআরটিএ
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০১:২৫
মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়াল বিআরটিএ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আগামী ৩০ জুন পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে।


সরকারি সংস্থাটি জানিয়েছে, শেষবারের মতো এই সময় বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন মোটরযান মালিকরা।


রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।


এতে বলা হয়েছে, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত সর্বশেষবারের মতো বৃদ্ধি করা হলো।


এর আগে গত ২ এপ্রিল বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বৃদ্ধির ঘোষণা করা হয়।


এতে বলা হয়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি প্রদান করে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com