সাভারে অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৩:২৫
সাভারে অস্ত্রসহ আট ডাকাত গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে যানবাহনে ডাকাতি, রিকশাচালক ও পথচারীদের কুপিয়ে ডাকাতি করার অভিযোগে সশস্ত্র আট ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি চা পাতি, একটি সুইচ গিয়ার, একটি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


২০ এপ্রিল, শনিবার সকালে ডাকাতদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দন আহমেদ বিপ্লব।


গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, রতন মিয়া, রানা মিয়া, মিলন, মুরাদ, আরিফুল ইসলাম, আব্দুল আলীম, মানিক ও রনি। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।


গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।


ডিবি পুলিশ জানায়, ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজালাখ এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তারা অভিযান পরিচালনা করেন। এসময় ডিবি পুলিশ আট ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করে। সাভার মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য সাভারের রাজালাখ এলাকায় প্রতিদিন ডাকাতদের কবলে পড়েন সড়কে চলাচলকারীরা। ডাকাতদের হামলায় সেখানে একজন নিহতসহ আহত হয়েছে অনেক মানুষ।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com