উপজেলা নির্বাচনে হুমকির সুযোগ নেই : ইসি আলমগীর
প্রকাশ : ০২ মে ২০২৪, ১৫:৪৩
উপজেলা নির্বাচনে হুমকির সুযোগ নেই : ইসি আলমগীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেউ হুমকি দিতে পারবে না, এটার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর।


বৃহস্পতিবার (২ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ রুমে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ইসি আলমগীর আরও বলেন, এবার উপজেলা ভোটের পরিবেশ ভালো, কোনো হুমকি নাই। আমি কয়েকটি এলাকা ঘুরে দেখেছি। ফরিদপুর-গোপালগঞ্জের পরিবেশ ভালো। আমাদের হাতে গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন তাতে ভোটের পরিবেশ ভালো হবে। জাতীয় নির্বাচনে ফরিদপুরে যে টেনশন ছিল উপজেলা নির্বাচনে তা নেই।


এদিকে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের কাজ চলছে। প্রতীক পেয়ে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। এদিন থেকে ১৮ দিন নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।


ঘোষিত তফশিল অনুযায়ী, প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। পরে দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট হবে ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১টি ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com