প্রথম ধাপের উপজেলা নির্বাচন
কক্সবাজার ৩ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছে ৩৩ জন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ২২:০১
কক্সবাজার ৩ উপজেলায় মনোনয়ন জমা দিয়েছে ৩৩ জন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে কক্সবাজারের ৩ উপজেলার ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


১৫ এপ্রিল, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য পাওয়া গেছে।


কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আর কোন প্রার্থী না থাকায় আবারো ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।


কক্সবাজার জেলা নির্বাচন অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া উপজেলার ভোট গ্রহণ হবে ৮ মে। সে হিসাবে গতকাল ১৫ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। আর ১৫ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত ৩টি উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৩৩ জন প্রার্থী।


তার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় জমা দিয়েছেন ৯ জন। এখানে চেয়ারম্যান পদে ৫ জন তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজিবুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছার।


সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক রোমানা আক্তার, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা নুসরাত জাহান লুনা ও সাবেক পৌর কাউন্সিলার ও মহিলা আওয়ামী লীগ নেত্রী চম্পা উদ্দিন।


এদিকে দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান (সদ্য বিদায়ী) মোহাম্মদ শরিফ বাদশা, স্থানীয় সমাজ সেবক ও শ্রমিক নেতা হাবিব উল্লাহ, মহেশখালী পেশাজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী ও ছাত্রনেতা আবদুল্লাহ আল নিশান। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, হাবিব উল্লাহ হাবিব, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশাহ, সাবেক চেয়ারম্যান গোলাম কুদ্দুস চৌধুরী, সমাজ সেবক জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ্ আল নিশান।


ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন, এডভোকেট শাহজাহান পারুল, যুবলীগ নেতা মিফতাহুল করিম বাবু, কৃষকলীগ নেতা আবু ছালেহ, জাহেদুল হুদা, সাইফুল কাদির, মঈন উদ্দিন তোফায়েল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, মিনুয়ারা মিনু ও মনোয়ারা বেগম।


এদিকে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মো: হানিফ বিন কাশেম, আছহাব উদ্দিন।


ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন জমা দিয়েছেন আকবর খান, জুনাইদুল হক, ফরিদ উদ্দিন তালুকদার। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার ও সাবেক ভাইস চেয়ারম্যান ছৈয়দা মেহেরুন্নেছা।


উল্লেখ্য তফশিল অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com