নাজিরপুরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ১৩:০৩
নাজিরপুরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
নাজিরপুর (পিরোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে সৌ‌দির স‌ঙ্গে মিল রে‌খে ঈদুল ফিতর উদযাপন ক‌রে‌ছেন ধর্মপ্রাণ মুস‌ল্লিরা।


১০ এপ্রিল, বুধবার সকাল ৮টায় উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর ও খেজুরতলা গ্রামের প্রায় ৮০টি পরিবার আল-অমীন জামে মসজিদে এ দুই গ্রামের মুসল্লিরা নামাজ আদায় করেন।


জানা যায়, নামাজে আগত প্রায় ১০০ নারী এবং পুুরুষ মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন মাওলানা কামরুজ্জামান। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। নামাজ শেষে সবাই যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করতে পারেন সে বিষয়ে মোনাজাত করা হয়। নামাজ শেষে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।


দীর্ঘ ১৩ বছর ধরে আহলে হাদিসের অনুসারী শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল খান ও শেখমাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিব ডাকুয়া তার অনুসারীরা ওই দুই গ্রামের ৮০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছে।


শেখমাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু) জানান, এই ইউনিয়নের খেজুরতলা বাজার পাশ্ববর্তী কয়েকটি পরিবার রয়েছে যারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে। সকালে তারা জামাতে নামাজ আদায়ের মাধ্যমে দিনটি উদযাপনের সূচনা করেন।


বিবার্তা/ম‌শিউর/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com