খাগড়াছড়িতে ৪ হাজার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:২৬
খাগড়াছড়িতে ৪ হাজার মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৪ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।


৭ এপ্রিল, রবিবার খাগড়াছড়ির বাজার সংলগ্ন পানখাইয়াপাড়া সড়কের হক ভিলা নিজ বাড়িতে এসব সামগ্রী তুলে দেন তিনি।


ঈদ উপহার সামগ্রীর মধ্যে দুই প্রকার সেমাই, চাউল, চিনিসহ নগদ অর্থ তুলে দেন আশপাশের নিম্ন আয়ের মানুষের হাতে।


এ সময় তিনি বলেন, আমাদের চারপাশের মানুষ কীভাবে ঈদ করবে, করতে পারছে কিনা, তা দেখা আমাদের সকলের দায়িত্ব। সামর্থ্য থেকে নিজে ভালো থেকে প্রতিবেশীদের খবর না নিয়ে মানুষের পরিচয় বহন করাটা লজ্জার। তাই মানবিক দৃষ্টিকোণ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করার আত্মতৃপ্তি থেকে এ ধরনের উদ্যোগ আমি প্রতিবারেই নিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com