‘জনগণের স্বার্থে শিগগিরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে’
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১৭:১৮
‘জনগণের স্বার্থে শিগগিরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থপ্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ‘চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট সেতু নিয়ে দীর্ঘদিন এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। যতটুকু দেখেছি পায়ে হেঁটে যেতেও মানুষের কষ্ট হয়। আমি কর্ণফুলী এলাকার মানুষের অসুবিধার কথা শুনে শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন করেছি। নয়াহাট সেতু দেখলাম। এখানকার নেতারা বিষয়টি জানিয়েছেন। সুতরাং জনগণের স্বার্থে শিগগিরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে।’


৬ এপ্রিল, শনিবার দুপুর ১টার সময় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট নয়াহাট সেতু পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


একই দিন তিনি শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন করেন।


অর্থপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি চাইলেই একা একা তো একটি সেতু নির্মাণ করতে পারব না। এভাবে তো সরকার চলে না। বিভিন্ন সংস্থার সাথে শিগগিরই কথা বলবো। এখানে এলজিইডি আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, বাজেট ও বরাদ্দের বিষয় রয়েছে। তাঁদের সাথে আলোচনা করে কীভাবে নয়াহাট সেতুটি নির্মাণ করা যায়। সেটাই করব ইনশাআল্লাহ।’


পথসভায় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত, উপজেলা সহকারী কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউপি চেয়ারম্যান নুরুল হক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জকির আহমেদ মামুন, ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরীসহ চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাগণ।


জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লোহার পাটাতনে তৈরি নয়াহাট সেতুটি দীর্ঘ ২৮ বছরেও পাকা হয়নি। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বরে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নুরুন্নবীর অনুরোধে চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার কাছে নয়াহাট সেতু তৈরির দাবি তোলেন সংগঠনটি।


পরে ১৯৯৮ সালে সেতু তৈরি শুরু হয়। ২০০০ সালের ২৯ জানুয়ারি সেতুটি উদ্বোধন করেন তখনকার মেয়র মহিউদ্দিন চৌধুরী। এর আগে ১৯৯৫-৯৬ সালের দিকে স্থানীয় মানুষেরা নির্মাণ করেছিলেন কাঠের সাঁকো। যে সেতু দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কোনোমতে সাঁকো পার হয়ে মসজিদে যেতেন।


ওই একই অনুষ্ঠানে সিটি কর্পোরেশন মেয়র নয়াহাট সেতু ছাড়াও যাত্রী ছাউনি, আয়ুব বিবি স্কুল এন্ড কলেজ তৈরিতে এগিয়ে এসেছিলেন বলে মুক্ত বিহঙ্গ ক্লাবের নেতারা জানান।


এরমধ্যে ২০২০ সালের ১৭ নভেম্বরে নয়াহাট সেতুটি পাকাকরণের দাবিতে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেনও ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’।


পুরো কর্ণফুলী জুড়ে এখন কানাঘুষা চলছে পিতার স্বপ্ন বাস্তবায়নে ২৮ বছর পরে হলেও অর্থপ্রতিমন্ত্রী চর পাথরঘাটার দুঃখ ঘুচাতে এগিয়ে এসেছেন।


কেননা, আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে একই সেতু দেখতে এসেছিলেন বর্তমান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির পিতা তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার।


বিবার্তা/জাহেদ/সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com