কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ২১:৪৭
কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত উদ্দিন সিকদার (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


৩ এপ্রিল, বুধবার দুপুর ২টায় কাউখালী পুরাতন ইদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন সিকদারের জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনারে নেতৃত্ব দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর।


এসময় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লা উপস্থিত ছিলেন।


এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে আছরবাদ তার গ্রামের বাড়ি শিয়ালকাঠীতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


এর আগে বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে আটটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বিবার্তা/রবিন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com