চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ অব্যহত রয়েছে
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৫:২৮
চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ অব্যহত রয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের তাপপ্রবাহ আজও অব্যহত রয়েছে। তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রোজা রেখে খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।


৩ এপ্রিল, বুধবার বিকেল ৩টায় এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ২০ শতাংশ।


এরআগে সোমবার (১ এপ্রিল) এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, এ জেলার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় গরম কম অনুভূত হচ্ছে। আরও বেশ কিছু দিন এই তাপপ্রবাহ অব্যহত থাকতে পারে। এর মাঝে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com