প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
পরীক্ষার হল থেকে ওয়্যারলেস অডিও ডিভাইসসহ আটক ১
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১৮:৪২
পরীক্ষার হল থেকে ওয়্যারলেস অডিও ডিভাইসসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় হাতের বাহুতে অত্যাধুনিক ডিভাইস অভিনব কায়দায় লুকিয়ে পরীক্ষা দেওয়ার সময় বশির আহমেদ নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।


২৯ মার্চ, শুক্রবার সকালে কক্সবাজার সিটি কলেজের ৪০২ নম্বর রুম থেকে তাকে আটক করা হয়।


কলেজ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দাবি অত্যাধুনিক ওয়্যারলেস অডিও ডিভাইস ব্যবহার করে সিটি কলেজ কেন্দ্রে বশির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিল। পরে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্য অনুযায়ী তাকে আটক করা হয়।


কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং জানান, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আটক পরীক্ষার্থীকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ। একই কেন্দ্র থেকে মোবাইল ফোনসহ তৌহিদুল ইসলাম নামে আরও এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হবে বলে জানায় পুলিশ।


প্রসঙ্গত, শুক্রবার (২৯ মার্চ) শেষ ধাপে ঢাকা-চট্টগ্রাম বিভাগের ২৪ জেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে প্রায় সাড়ে ৩ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com