শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২১:২৩
শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে সচেতনতামূলক ক্যাম্পেইন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোটরসাইকেল চুরি রোধকল্পে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


৫ মার্চ, মঙ্গলবার দুপুরে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের একত্রিত করে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


এই ক্যাম্পেইনের মাধ্যমে কীভাবে মোটরসাইকেল চুরি রোধ করা যায় এ বিষয়ে মোটরসাইকেল আরোহী ও পথচারীদের পরামর্শ নেওয়া হয়।


এসময় মোটরসাইকেল আরোহীদের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরে বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় এবং শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বলেন, থানায় যে পরিমাণ অফিসার ফোর্স রয়েছে তাদের দিয়ে পুরো উপজেলার সকলের নিরাপত্তা দেওয়া কষ্টকর। সে ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে।


তিনি বলেন, যার যার সম্পদ রক্ষার্থে নিজেদের এগিয়ে আসতে হবে। যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করা যাবে না। ওসি আরো বলেন মোটরসাইকেল চুরি হলে তা খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়ে।


এ সময় তিনি মোটরসাইকেল চুরি রোধকল্পে সবাইকে মোটরসাইকেলে জিপিআরএস লাগানোর পরামর্শ দেন।


তিনি বলেন, মোটরসাইকেলে জিপিআরএস লাগানো থাকলে চুরি হওয়ার পর তা কোথায় আছে খুঁজে বের করা সহজ হবে। জিপিআরএস লাগানোর মাধ্যমে মোটরসাইকেল চুরি রোধ করা সম্ভব বলে তিনি জানান।


এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শতাধিক মোটরসাইকেল আরোহী, পথচারী এবং শ্রীমঙ্গল থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কাউছার/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com