নেত্রকোণার দুর্গাপুরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রদর্শনী
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪
নেত্রকোণার দুর্গাপুরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রদর্শনী
দুগার্পুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে চলছে অমর একুশে বইমেলা ২০২৪। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। এই বইমেলায় এক ব্যতিক্রমী আয়োজন করলো স্থানীয় সংগঠন শহিদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন। তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা সময়ের গুরুত্বপূর্ণ আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।


বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহিদ সোহরাওয়ার্দীর সঙ্গে ১৯৪৯ সালে তোলা তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনীর শুরুতে স্থান পেয়েছে। এছাড়া আরও দেখা গেছে, নৌকায় চড়ে রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন হোসেন শহিদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান, সত্তরের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর ভোট প্রদানের ছবি, রেসকোর্স ময়দানে মুক্তিকামী লাখো মানুষের মহাসমুদ্রে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনকালে বিপুল জনতার অভিবাদনে সিক্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক মুহূর্ত, রেসকোর্স ময়দানের ইন্দিরা মঞ্চে আওয়ামী লীগের জনসভায় বঙ্গবন্ধুর বক্তৃতা প্রদানের ছবি সহ দুর্লভ সব আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।


বইমেলার শহিদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন স্টলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইউএনও এম রকিবুল হাসান।


এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকবি সুজন হাজং, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুক ইসলাম সফিক, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, শহিদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি পলাশ সাহা, সাংবাদিক নূর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দুর্গাপুরের স্কুল কলেজের শিক্ষার্থী তথা নতুন প্রজন্ম এবং সিনিয়র নাগরিকবৃন্দ এই প্রদর্শনীকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন দুর্গাপুরে বইমেলায় এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।


প্রদর্শনী দেখতে এসে সমাজকর্মী আমিনুল হক বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের দুর্লভ সব ছবি দেখছে। তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারছে। এটি সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ।


সাংবাদিক আরিফুর রহমান পাপন বলেন, দুর্গাপুরে এমন উদ্যোগ আমাদের সবাইকে আপ্লুত করেছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার চেতনা ধারণ করেই এগিয়ে যেতে হবে।


কলেজ শিক্ষার্থী মাহমুদুল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রদর্শনীর মাধ্যমে অনেক কিছু জানলাম। অনেক দুর্লভ ছবি দেখলাম। অনেক ভালো লেগেছে। আয়োজকদের সাধুবাদ জানাই।


এমন আয়োজন সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক অনিক দাস বলেন, অনেকদিন ধরেই আমরা এমন একটি প্রদর্শনীর আয়োজন করার চিন্তা করছিলাম। এটি করতে পেরে আমরা নিজেরা ঋদ্ধ হলাম। ভবিষ্যতে আরো বড় পরিসরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করবো।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com