পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৪:১৩
পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘প্রেস কাউন্সিল আইন-১৯৭৪, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


১৯ আগস্ট, শনিবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় সার্কিট হাউজ কনফারেন্স রুমে এই সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।


আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল কর্মকার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম সফিকুল ইসলাম। সেমিনার ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দীন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার হায়দার আলী।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com