গুরুদাসপুরে রসুন নিয়ে ট্রাক উধাও
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৫:৪১
গুরুদাসপুরে রসুন নিয়ে ট্রাক উধাও
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর থেকে ব্যবসায়ীর রসুন নিয়ে একটি ট্রাক উধাও। ট্রাকটি গত বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নয়াবাজার হাট থেকে আট ব্যবসায়ীর প্রায় ৭ টন রসুন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।


ব্যবসায়ী ময়নুল হক জানান, বুধবার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের নয়াবাজার হাট থেকে ১ লাখ ৯৩ হাজার টাকায় তিনি ১ টন রসুন কিনেছিলেন। তিনি আরো জানান, একই হাট থেকে ব্যবসায়ী নয়ন ইসলামের ১লাখ ৯৩ হাজার টাকা মূল্যের ১টন, আরব আলীর ৯০ হাজার টাকা মূল্যের ৫০০ কেজি, মিলন হোসেনের ৯০ হাজার টাকা মূল্যের ৫০০ কেজি, আব্দুল হান্নানের ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬০০ কেজি, সুজন আলীর ৬২ হাজার টাকা মূল্যের ৩০ কেজি রসুন ঢাকার অপরিচিত একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ড-১৪-৬৬৮৬) লোড করা হয়।


এছাড়া পার্শ্ববর্তী নাদোসৈয়দপুর বাজার থেকে ব্যবসায়ী রফিকের ৪ লাখ টাকা মূল্যের ২ টন, সুজন আলীর ৯৬ হাজার টাকা মূল্যের ৫০০ কেজি এবং ঢাকার ব্যপারি ইরফান মুন্সির ১ লাখ টাকা মূল্যের ৫৬০ কেজি রসুন লোড করা হয়েছিল।


ট্রাকের মধ্যস্থতাকারী হারুন গতকাল শনিবার দুপুরে জানান, নয়াবাজার এবং নাদোসৈয়দপুর বাজার থেকে প্রায় ৭টন রসুন ঢাকার গাজিপুর চৌরাস্তা, বাইবেল ও কোনাবাড়ি আড়তে পৌঁছানার জন্য সাড়ে ১২ হাজার টাকা চুক্তিতে ট্রাকটি ভাড়া করেছিলেন তিনি। বুধবার বিকেল ৪টার দিকে নয়াবাজার এবং সন্ধ্যা ৬টার দিকে নাদোসৈয়দপুর বাজার থেকে রসুন নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রাকটি ছেড়ে যায়।


তিনি বলেন, ট্রাকের চালক সুমন আলীর সাথে তিনি বুধবার রাতে এবং সবশেষ বৃহস্পতিবার সকালে কথা বলেন। চালক টাঙ্গাইলের মির্জাপুরে থাকার কথা জানান। এরপর থেকে চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে তিনি গুরুদাসপুর থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নয়ন আলী, আব্দুল হান্নান, রফিক হোসেন জানান, তারা স্থানীয় হাটবাড়ে রসুন কিনে তা ঢাকার আড়তে বিক্রি করেন। বুধবার ঢাকায় রসুন পরিবহনের জন্য ট্রাক ভাড়ার দায়িত্ব নিয়েছিলেন বড়াইগ্রামের রয়না-ভড়ট গ্রামের হারুন। চারদিনেও রসুন উদ্ধার না হওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। হারিয়ে যাওয়া রসুনে টাকা আটকে থাকায় তারা আর প্রয়োজন মতো রসুন কিনতে পারছেন না। রসুন উদ্ধারে তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।


গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, ট্রাকের মধ্যস্থতাকারী হারুন থানায় অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


বিবার্তা/জনি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com