বরগুনায় সাড়ে ছয় হাজার কৃষক পেলেন কৃষি উপকরণ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ২০:১৪
বরগুনায় সাড়ে ছয় হাজার কৃষক পেলেন কৃষি উপকরণ
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমতলী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাড়ে ছয় হাজার কৃষক কৃষি উপকরণ পেয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সাংসদ ৫টি হার্ভেস্টার মেশিন ও সার বীজ বিতরণ করেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে কৃষি উপকরণ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবানাথ শম্ভু এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান।


উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।


বিবার্তা/নোমান/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com