টেকনাফে প্যারাবনে মিলল ইয়াবা ও মদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৪
টেকনাফে প্যারাবনে মিলল ইয়াবা ও মদ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে নাইট্যংপাড়া প্যারাবন থেকে ১০ হাজার ইয়াবা ও ১১৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।


মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।


এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান।


তিনি জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যং পাড়া জামালের জোড়া প্যারাবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যে বিসিজি স্টেশন টেকনাফে ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্যারাবনের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তা দেখা যায়।


এ সময় কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ও ১১৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় আশেপাশে কোনো পাচারকারি না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


তিনি আরো জানান, ইয়াবা ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/তাফহীমুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com