গোসল করা অবস্থায় অনলাইনে শেষকৃত্যে, হঠাৎই ক্যামেরা চালু!
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:১৩
গোসল করা অবস্থায় অনলাইনে শেষকৃত্যে, হঠাৎই ক্যামেরা চালু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির যেমন কিছু ভাল দিক আছে, তেমনই তার সুবাদে কিছু বিড়ম্বনারও সৃষ্টি হয়।


কোভিডের পর থেকে সশরীরে উপস্থিত না থেকেই অনলাইনে কোনও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনেই এক ব্যক্তির শেষকৃত্যে উপস্থিত থাকতে গিয়ে বেকায়দায় পড়লেন এক মহিলা।


উত্তর লন্ডনের বার্নেট গির্জায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। যাঁরা সশরীরে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের জন্য লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা ছিল।


সেখানেই যোগ দিয়েছিলেন পেশায় ব্যবসায়ী ওই মহিলা। বাড়িতে ছিলেন বলে তিনি ক্যামেরা বন্ধ করেই রেখেছিলেন। ক্যামেরা বন্ধ থাকায় গোটা বিষয়টি দেখার পাশাপাশি কাজকর্মও করছিলেন।


শেষকৃত্য সম্পন্ন হতে তখন আরও খানিকটা বাকি ছিল। এ দিকে তার বাইরে বেরোনোর তাড়া ছিল। তাই ফোনটি নিয়েই বাথরুমে ঢুকেছিলেন।


তিনি ভেবেছিলেন, গোসল করতে করতেই দেখবেন। পরিকল্পনা মতোই সব কিছু করছিলেন। হঠাৎই তিনি দেখেন, তাঁর হোয়াট্‌সঅ্যাপে অসংখ্য মেসেজ ঢুকতে শুরু করেছে।


গোসল করা থামিয়ে মেসেজ দেখতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার। হাত লেগে কোনও ভাবে তার ক্যামেরা চালু হয়ে গিয়েছে। তার গোসলের দৃশ্য ততক্ষণে সর্বসমক্ষে।


অনেকে আবার স্ক্রিনশট নিয়ে তাকে হোয়াট্‌সঅ্যাপেও পাঠিয়েছেন। এটা জানার সঙ্গে সঙ্গেই লাইভ থেকে বেরিয়ে আসেন তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com