জার্মান কাপে লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যানুয়েল নয়ার। ক্যারিয়ারে যা তার প্রথম লাল কার্ড। সেই লাল কার্ডের পাশাপাশি নয়ারের শাস্তি আরও বাড়ল। অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
ডিএফবি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ন্যুয়ারের শাস্তির কথা জানায় এক বিবৃতিতে। যার ফলে পরের দুই ম্যাচ খেলতে পারবেন না নয়ার।
জার্মান কাপের সেই ম্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে লেভারকুসেনের ডিফেন্ডার ফ্রিম্পংকে ফাউল করেন ৩৮ বছর বয়সী নয়ার। সঙ্গে সঙ্গেই রেফারি ন্যুয়ারকে লাল কার্ড দেখান। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে ১৭তম মিনিটে মাঠ ছাড়েন তিনি।
অধিনায়ককে হারানোর পর কোণঠাসা হয়ে পড়ে জার্মানির সবচেয়ে সফল ক্লাবটি। প্রায় পুরো ম্যাচে ১০ জন খেলোয়াড় থাকায় লেভারকুসেন সুবিধা পেয়েছে। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে টেল্লার গোলে ১-০ গোলে বায়ার্নকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে জাবি আলোনসোর দল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]