না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি মাইক প্রক্টর
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯
না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি মাইক প্রক্টর
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেশ কিছুটা সময় ধরে অসুস্থতার সাথে লড়াইয়ের পর হেরে গেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও কোচ মাইক প্রক্টর। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের সময় জটিলতার কারণে ৭৭ বছর বয়সে মারা গেছেন এই কিংবদন্তি অলরাউন্ডার।


গত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ থাকার পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান তার স্ত্রী মারিয়ানা।


আইসিসি প্রক্টরের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও, টেস্টে গ্রেটদের একজন ধরা হয় মাইক প্রক্টরকে। ক্রিকেট থেকে দশ বছর দক্ষিণ আফ্রিকা নির্বাসনে থাকায় তার ক্যারিয়ার লম্বা হয়নি। বর্ণবাদের কারণে প্রোটিয়া দল ১৯৭০-৮০ সাল পর্যন্ত নির্বাসনে ছিল। এর আগে প্রক্টর মাত্র ৭টি টেস্ট ম্যাচ খেলেন, যার সবই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫.০২ গড়ে তিনি ৪১ উইকেট শিকার করেছিলেন।


ব্যতিক্রমী বোলিং অ্যাকশনের জন্য পরিচিত ছিলেন প্রক্টর। বুক বরাবর হাত উঠিয়ে খুব দ্রæত বল ডেলিভারি করতেন তিনি। তার খেলা সাত ম্যাচে দক্ষিণ আফ্রিকা অপরাজেয় ছিল। যার মধ্যে প্রোটিয়ারা ৬ টেস্টই জিতেছে। ব্যাট হাতেও প্রক্টও ছিলেন দক্ষ। অস্ট্রেলিয়াকে ১৯৬৯-৭০ মৌসুমে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশের সিরিজে মূল রান আসে তার ব্যাটে। বিখ্যাত ক্রীড়া সাময়িকী উইজডেন ১৯৭০-এর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত করে তাকে।


আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর প্রক্টর কোচের দায়িত্ব পান। যার অধীনে ১৯৯২ বিশ্বকাপে প্রোটিয়ারা সেমিফাইনালও খেলেছিল। এরপর ২০০২ থেকে ২০০৮ সালের মধ্যে আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন তিনি।


এছাড়া সাবেক এই প্রোটিয়া কিংবদন্তিকে ধারাভাষ্য বক্সেও এক সময় নিয়মিত দেখা যেত। তার প্রথম শ্রেণির ক্রিকেট ছিল বেশ সমৃদ্ধ। পেস অলরাউন্ডার প্রক্টরের ২১,৯৩৬ রানের সঙ্গে দখলে ছিল ১৪১৭টি উইকেট।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com