অলিম্পিক খেলার আগ্রহ প্রকাশ করেছেন এমি মার্টিনেজ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৮
অলিম্পিক খেলার আগ্রহ প্রকাশ করেছেন এমি মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়েই প্যারিস অলিম্পিকের চূড়ান্ত পর্বের ফুটবলে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। আর এই অলিম্পিকসের জন্য আর্জেন্টিনার উল্লাস এবং উন্মাদনার কোনোটিরই যেন ঘাটতি নেই থিয়াগো আলমাদা - ক্লাদিও এচেভেরিদের। কোচ হিসেবে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাভিয়ের মাশ্চেরানো।


প্যারিসের টিকিট কাটার পর এবার আর্জেন্টিনার সামনে প্রশ্ন, এই দলে নতুন যোগ হবেন কারা।


অলিম্পিকের নিয়ম অনুযায়ী, যেকোনো দল তাদের অনূর্ধ্ব-২৩ দলকে হাজির করাবে এই মঞ্চে। তবে দলগুলো চাইলে ২৩ এর বেশি বয়েসি ৩ জন তারকাদের এতে অন্তর্ভুক্ত করতে পারে। আর্জেন্টিনার জন্য সেই তালিকায় নাম আছে লিওনেল মেসি এবং অ্যানহেল ডি মারিয়া। যদিও তারা নিজেদের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তাদের জন্য আগ্রহী কোচ মাশ্চেরানো।


মেসি-ডি মারিয়া আগ্রহ না দেখালেও অলিম্পিক নিয়ে উচ্চাশা দেখিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ হিরো এমিলিয়ানো মার্টিনেজ। তার দুহাতে ভর করে আর্জেন্টিনা জয় করেছিল বিশ্বকাপের ট্রফি। এবার তিনি জানিয়েছেন, আর্জেন্টিনার জার্সিতে জিততে চান অলিম্পিকের স্বর্ণপদক।


নিজ দেশের ডিরেকটিভি কে জানান, ‘জাতীয় দলের হয়ে আমার যদি কিছু জেতার বাকি থাকে, সেটা অলিম্পিক গেমস জয় করা।’ মার দেল প্লাটা থেকে উঠে আসা এই গোলরক্ষক এরইমাঝে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকা, লা ফিনালিসিমা এবং বিশ্বকাপ জয় করেছেন। জাতীয় দলের হয়ে তার অর্জনের খাতায় বাকি আছে কেবল এই অলিম্পিক পদক।


তবে অলিম্পিকে অংশ নেওয়ার আগ্রহ দেখালেও কোনো উদীয়মান তারকার স্থান দখল করতে আগ্রহী নন এমি মার্টিনেজ। তরুণ এসব খেলোয়াড়দের সুযোগের কথা বলে বরং নিজের জায়গা ছেড়ে দেওয়ার কথাই শোনালেন এমি মার্টিনেজ।


তিনি বলেন, ‘তরুণদের সবসময়ই সুযোগ দেয়া দরকার। আর যদি আমরা কোপা আমেরিকায় ভালো করতে পারি এবং জয় করি, আমাদের তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া দরকার।’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com