
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। কমলাপুর স্টেডিয়ামে চলমান ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে আছে।
৮ মিনিটে ভারতের অধিনায়ক নিতু লিন্ডা লম্বা পাস দিয়েছিলেন সিবানী দেবিকে। সিবানির কাছাকাছি ছিলেন দুই ডিফেন্ডার জয়নব ও আফঈদা খন্দকার। কেউই বাধা দিতে পারেননি সিবানিকে। গোলরক্ষক একটু এগিয়ে এসেছিল। সিবানি নিঁখুত শটে বল জালে পাঠান। সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চতুর্থ ম্যাচে এসে বাংলাদেশের জালে প্রথম বল পাঠাতে পেরেছে ভারত।
এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ভারতের। বক্সের মধ্যে গোলদাতা শিবানী দেবী ভালো পজিশনে বল পান। তার নেয়া ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়৷ তাতে এ যাত্রায় রক্ষা পায় বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে। তবে সমতা আনার মতো সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি স্বাগতিক দল। ৩৫ মিনিটে স্বপ্না রাণীর দুই জনকে কাটিয়ে শট নিলেও বাইরে দিয়ে যায় ৷ প্রথমার্ধে বাংলাদেশ তেমন উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি। পক্ষান্তরে ভারত প্রথমার্ধে বল পজিশন, আক্রমণ ও ম্যাচ নিয়ন্ত্রণে যথেষ্ট এগিয়ে ছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]