তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২৩:০৯
তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত বেশ কিছু কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই গুরুত্বপূর্ণ সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল।


শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে উত্তরবঙ্গ সফরের যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। কিন্তু নির্বাচনের আগমুহূর্তে কমিশনের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।


মির্জা ফখরুল জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে আলোচনার মাধ্যমেই এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই পরিবর্তিত পরিস্থিতির ওপর ভিত্তি করে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com