‘আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে নেয়’
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০
‘আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকে নেয়’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষ করছে। জামায়াত কিন্তু বেবি-টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চাঁদা ওঠায় নাই, এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত এখন বিএনপি সেখান থেকে চাঁদা নেয়। চাঁদা রেট হয়ত বাড়িয়ে দিয়েছে। বন থেকে যেটুকু নেওয়ার নেয়, থানা থেকে যে ভাগ নেওয়ার নেয়। যেখানে যে ভাগ পাওয়া যায় সব নেয়। কিন্তু জামায়াত নেয়নি। সব স্কুল-কলেজের সভাপতি বিএনপি।


৭ ডিসেম্বর, শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে তার নিজ বাসভবনের সামনে কৃষক শ্রমিক জনতা লীগ উপজেলা শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।


বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ হলে চলবে না, আওয়ামী লীগ হতে হবে মাওলানা ভাসানীর। আওয়ামী লীগ হইতে হবে বঙ্গবন্ধুর, শেখ হাসিনার না।


তিনি আরও বলেন, কেউ যদি মনে করেন স্বাধীনতা মুছে ফেলবেন, বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন, কাদের সিদ্দিকীকে মুছে ফেলবেন তিনি আহামকের স্বর্গে বাস করেন। স্বাধীনতা থাকলে আমরা থাকব। যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না। ভারত যেটা করছে আমাদের উপরে, সেটাও ভালো না। আমেরিকা কবে জানি বলছে, শেখ হাসিনাকে বসিয়ে দিবে, তার নাম কি ট্রাম্প, ট্রাম্প না তার বাপকেও পারবে না। আমরা আমেরিকা না, বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় কিসিঞ্জার পারে নাই। আমরা বিজয় অর্জন করেছি।


সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল্লাহ বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ হিটলু, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।


বিবার্তা/বাবু/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com