শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে: বাহাউদ্দিন নাসিম
প্রকাশ : ২৮ মে ২০২৪, ২০:১১
শেখ হাসিনাকে টার্গেট করে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে: বাহাউদ্দিন নাসিম
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনাকে টার্গেট করে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। সকলকে সজাগ থাকতে হবে, যাতে সকল স্বাধীনতাবিরোধীরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।


২৮ মে, মঙ্গলবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ হবে মানবিক যারা মানুষের কল্যাণে কাজ করবে। মানুষের বিপদে পাশে থাকবে। কোন সন্ত্রাসী-মাদকসেবী বা টেন্ডারবাজ যুবলীগ করতে পারবেনা। বিগত সময়ে এবং আগামীদিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারবে তেমন ব্যক্তিকে দিয়েই যুবলীগেরর কমিটি করা হবে।


সন্মানিত অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সম্পাদক হুইপ মাশরাফি বিন মর্তূজা এমপি বলেন, আমি খেলোয়াড় হওয়ার জন্য যা কিছু করার দরকার তার সবকিছু আমি করেছি। কিন্তু যখন রাজনৈতিক মঞ্চে এসে দাঁড়ায় আমি আপনাদের মত ছাত্রলীগ করিনি। আমার এই যায়গায় আসার জন্য যার একমাত্র অবদান তিনিই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যিনি নড়াইলবাসীর জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন।


নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন অওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজম্মেল হক, যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, বিএম কবিরুল হক মুক্তি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দীন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আযম মাসুম ও মাহফুজুর রহমান প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com