বিএনপি নেতা নজির হোসেন মার গেছেন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১০:৫৭
বিএনপি নেতা নজির হোসেন মার গেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, ভাসান পানি আন্দোলনের নেতা ও কমরেড নজির হোসেন মারা গেছেন ।


বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ছেলেসহ অসংখ্য স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।


তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশিষ্ট কবি ও লেখক অনুজ ইকবাল হোসেন কাগজী।


তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরার বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামে।


এক সময়ের আলোচিত জনপ্রিয় এই বাম নেতা হাওরবাসীর ঘনিষ্ঠ অনেক আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতির শুরু করেছিলেন বাম ধারা কমিউনিস্ট পার্টি থেকে, পরে তিনি বিএনপিতে যোগদান করেন।


তিনি ছিলেন একজন সফল শিক্ষক, রাজনীতিবিদ, তাহিরপুর উপজেলায় শুল্ক স্টেশন চালু করে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নানান অসুস্থতায় ভুগছিলেন। হাওরাঞ্চলের তিনি নজির ভাই নামেই পরিচিত ছিলেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com