
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গভীর শোক প্রকাশ করেছে। উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী ২৯ মার্চ ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
২৯ মার্চ (বুধবার) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এক শোক বার্তায় বলেন, নূরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে উনসত্তুরের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৬ দফা আন্দোলন ও ৭০-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবীণ রাজনীতিবিদ মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ ছিলেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান রয়েছে। বাঙালি জাতির ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]