৬০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো মোংলা কমিউটার ট্রেন
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৫:৩৭
৬০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো মোংলা কমিউটার ট্রেন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উদ্বোধনের সাত মাস পর পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্রবন্দর মোংলার মধ্যে মোংলা কমিউটার নামে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


১ জুন, শনিবার প্রথম দিনের মতো দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল জংশন থেকে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেল কমিউনিটি ট্রেন।


শনিবার সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল জংশনে এসে পৌঁছায়। এরপর সেখান থেকে সকাল ১০টায় যাত্রী ভর্তি করে মোংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি।


জানা যায়, গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেললাইনের উদ্বোধনের প্রায় ৭ মাস পর আজ ১ জুন এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি খুলনা হয়ে মোংলা যাবে। সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে গন্তব্যে পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।


এরপর দুপুর ১টার সময় বেনাপোলে উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে।


খুলনা থেকে মোংলা পর্যন্ত। ১৩৮ কিলোমিটার এ রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে। যশোর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার।


প্রথমবার ট্রেন চলাচলে খুশি যাত্রীরা। তারা বলছেন, এখন বেনাপোল থেকে উঠে মোংলা কাটাখালী পর্যন্ত যাওয়া যাবে। এর আগে বাসে যাতায়াত করতাম। এতে খুলনা থেকে বাস পরিবর্তন করতে হতো। কিন্তু ট্রেন চালু হওয়াতে সময় কম লাগবে আর ভাড়াও কম।


তবে ব্যবসায়ীরা বলছেন, এই ট্রেন চলাচলে জন্য অনেক সবিধা হয়েছে। তবে যদি যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চালু করা হয় তাহলে বাণিজ্যিক প্রসার ঘটবে।


বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে যাত্রী ভর্তি বেতনা এক্সপ্রেস ট্রেনটি মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ট্রেনটি মোংলায় পৌঁছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি। বেনাপোল থেকে প্রায় ৬০০ বেশি যাত্রী নিয়ে মোংলায় যাচ্ছে।


তিনি জানান, বেনাপোল থেকে ট্রেনটি ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়াসহ ১৫ টি স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় পৌঁছাবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com