সরকারি হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৮:৫৬
সরকারি হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে।


নতুন এই নির্দেশনা দিয়ে রবিবার (৩ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।


এতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৭ ডিসেম্বরের স্মারক মোতাবেক সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করে। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রেখেছিল। ২০২৪ সালের হজে সরকারি মাধ্যমে যে-সব হজযাত্রী ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় হতে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা থেকে কেটে নেয়া হবে।


এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com