মানব পাচারের অভিযোগ, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের মামলা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মানব পাচারের অভিযোগ, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মার্কিন দূতাবাসের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মামলা করেছে মার্কিন দূতাবাস।


মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেছে মার্কিন দূতাবাস।


মামলার আসামিরা হলেন- আশরাফুল আলম, মফিজুর রহমান, মোহাম্মদ জামান, ভাসানি ও মোহাম্মদ নূর আলম। তাদের মধ্যে মফিজুর (৫৪) ও আশরাফুলকে (৩৩) সম্প্রতি ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি গুলশান থানায় মামলাটি করেন বলে থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান।


শেখ শাহানুর রহমান জানান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মামলাটি তদন্ত করবে।


সিটিটিসির উপকমিশনার জসীম উদ্দিন বলেন, মামলার তদন্ত চলছে। গুলশান থানা থেকে মামলার নথিপত্র আনুষ্ঠানিকভাবে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছেন তারা।


মামলার অভিযোগে মিকাইল লি অভিযোগ করেন, মফিজুর রহমান ও আশরাফুল আলম ভূঁইয়া নামের দুই বাংলাদেশি মার্কিন ভিসার জন্য ১১ ফেব্রুয়ারি সাক্ষাৎকার দিতে যান। সাক্ষাৎকার দেয়ার সময় তারা স্বীকার করেছেন তারা দুজন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে মানব পাচারে জড়িত। তারা মূলত দালাল হিসেবে কাজ করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তারা ভুয়া নথিও জমা দিয়েছিলেন।


এদের মধ্যে মফিজুর রহমান সম্পর্কে এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ থেকে দুবাইয়ে মানব পাচার করেন তিনি। পাশাপাশি অন্য দালালদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মানব পাচার করেন। তিনি নিজের ভাইকে বাংলাদেশ থেকে প্রথমে ভারত হয়ে দক্ষিণ আমেরিকার দেশে সুরিনামে পাঠান। সেখান থেকে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে যান।


আশরাফুল আলম ভূঁইয়া সম্পর্কে এজাহারে বলা হয়, তিনি সাক্ষাৎকার দেয়ার সময় বলেছেন, তিনিও মানব পাচারের ক্ষেত্রে দালাল হিসেবে কাজ করেন। তিনি দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে মানব পাচারে সহায়তা করেন। মানব পাচারে তাকে অর্থের বিনিময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন অভিবাসন কর্মকর্তা সাহায্য করেন বলে জানান।


এজাহারে আরো বলা হয়, মফিজুর রহমান ও আশরাফুল আলম বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বিভিন্ন দেশে মানব পাচার করেন। তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য জমা দেয়া নথিতে নিজেদের গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।


এাজাহারে বলা হয়, তারা মূলত দালাল। তারা বিদেশি রাষ্ট্রের জন্য বিপজ্জনক। মার্কিন দূতাবাস বিশ্বাস করে তারা দুজন মানব পাচারের সুবিধা নিতেই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদন করেছেন। মোহাম্মদ জামান ও ভাসানি নামে তাদের দুজন সহযোগীর বিষয়েও তথ্য পাওয়া গেছে। এই চক্রের প্রধান হচ্ছে মোহাম্মদ নূর আলম নামে এক ব্যক্তি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com