
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এর মধ্যে প্রবাসে থেকে পরীক্ষায় অংশ নেবে ৩৫২ জন শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষা হচ্ছে। এবার বিদেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
কেন্দ্রগুলো হলো- সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, লিবিয়ার ত্রিপলী, সংযুক্ত আরব-আমিরাতের দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন ও ওমানে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে।
তপন কুমার সরকার বলেন, দেশে বসে শিক্ষার্থীরা যে প্রশ্নপত্রে পরীক্ষা দেবে, বিদেশ কেন্দ্রেও একই প্রশ্নপত্র। এজন্য বিদেশ কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য আগেই সাদা খাতা (উত্তরপত্র), ওএমআর ফরম ও প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। সব প্রস্তুতিও নিয়েছে তারা।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিদেশকেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩৭৫ জন। তাদের মধ্যে ৩২০ জন পাস করেন। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। দুটি কেন্দ্রের শতভাগ শিক্ষার্থী পাস করেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, অনেকে লেখাপড়া চলাকালীন বিদেশে পাড়ি জমান। আবার অনেকে সেখানে পরিবার নিয়ে থেকেও দেশের এসএসসি পরীক্ষায় অংশ নিতে চান। প্রতিবছরই বিদেশকেন্দ্রে সাড়ে তিনশো থেকে চারশো শিক্ষার্থী পরীক্ষা দেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]