ট্রেনের অগ্রিম টিকিট: সার্ভার জটিলতায় অনলাইন পেমেন্টে দেরি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩, ১২:০৭
ট্রেনের অগ্রিম টিকিট: সার্ভার জটিলতায় অনলাইন পেমেন্টে দেরি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বিতীয় দিনের মত ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট। তবে গতকালের মতই সার্ভার জটিলতার অভিযোগ করেছেন যাত্রীরা।


কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, সকালে টিকিট বিক্রি শুরুর পর সাড়ে ১৩ লাখ যাত্রী সার্ভারে প্রবেশ করে। এ কারণে গতকালের চেয়ে কিছুটা সমস্যা বেড়েছে। অনলাইন পেমেন্টেও জটিলতা তৈরি হয়েছে।


তবে এরই মধ্যে ২৫ হাজার ৭৭৮টি টিকিটের মধ্যে ১১ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ১৮ এপ্রিলের জন্য মোট টিকিট ২৮ হাজার। এখনও অবিক্রীত রয়ে গেছে পশ্চিম এবং পূর্বাঞ্চাল দুই রুটের টিকিট বলেও জানান তিনি।


এদিকে, ঈদযাত্রায় আগামীকাল দেওয়া হবে ১৯ এপ্রিলের আগাম টিকিট। এরপর পর্যায়ক্রমে ১০ ও ১১ এপ্রিল দেওয়া হবে ২০ ও ২১ এপ্রিলের টিকিট। এবার ঈদে অতিরিক্ত যাত্রীদের জন্য ৩৭ জোড়া ট্রেনের সঙ্গে তিনজোড়া বিশেষ ট্রেন যুক্ত হবে।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com