বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ১৭:৩৫
বিধিমালা মেনে ভবন নির্মাণের অনুরোধ প্রকৌশলীদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় প্রকৌশলীদের সংগঠন ইলেকট্রনিক সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অফ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও রাজউকের বিধিমালা ভবন মেনে ভবন নির্মাণের অনুরোধ জানিয়েছেন।


সংগঠনটি জানায়, অগ্নিনির্বাপক বিধিমালা ও রাজউকের বিধিমালা মেনে ভবন নির্মাণ করলে সিদ্দিক বাজারের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।


১০ মার্চ, শুক্রবার দুপুরে গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাস্থলের সামনের রাস্তায় এক মানববন্ধন থেকে সংগঠনটি এ তথ্য জানায়।


সংগঠনটির সাধারণ সম্পাদক এম মাহামুদুর রশিদ বলেন, আমরা মূলত ফায়ার সিকিউরিটি এবং সেফটি নিয়ে কাজ করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন করা। যেন প্রত্যেকে প্রত্যেকের ভবনগুলো ও ফ্যাক্টরিগুলো ন্যাশনাল বিল্ডিং কোড, রাউজকের বিধিমালা, অগ্নিনির্বাপক বিধিমালা মেনে নির্মাণ করে। এভাবে যদি প্রতিটি বিষয় আইন মেনে করা হয়, তাহলে যেভাবে এখন দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো অনেক কমে আসবে এবং এসব ঘটনা ঘটবেই না।


তিনি আরও বলেন, রানা প্লাজা এবং তানিম গার্মেন্টসের দুর্ঘটনার পর কিন্তু অনেক সংস্করণ হয়েছে। যদি খেয়াল করে করা হয় আজকে ৯৫ ভাগ গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপদ এবং বিদেশে খ্যাতিসম্পন্ন। আগের মতো আর এমন দুর্ঘটনা ঘটছে না। ঠিক এভাবে যদি ভবন নির্মাণের ক্ষেত্রে বিধিমালা মেনে চলি তাহলে সিদ্দিক বাজারের মতো ঘটনা ঘটবে না।


গত ৭ মার্চ, মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।


এ ঘটনায় এখন মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com