
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞানভিত্তিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র (সিইউএসএস) নবীন সংবর্ধনা ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে, মঙ্গলবার এস এম মুশফিক হাসান ও ঐশ্বর্য চৌধুরীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেণু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. লাইলা খালেদা এবং প্রফেসর ড. মোহাম্মদ আল- ফুরকান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের বলেন, বিজ্ঞান শিক্ষা সারা পৃথিবীর জন্য এক ধরনের চ্যালেঞ্জ। স্মার্ট শিক্ষায় উন্নত হতে হবে আমাদের শিক্ষার্থীদের। চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলা করতে আমাদের সকল বিষয়ে স্কিল অর্জন করতে হবে অন্যথায় মোকাবেলায় টিকে থাকা সম্ভব নয়। কোন আইডিয়া ছোট হলেও সেটা যত্ন নিতে হবে এর লক্ষ্যে পৌঁছাতে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) বেনু কুমার দে বলেন, সায়েন্টিফিক সোসাইটি সদস্যরা সৃজনশীল নাগরিক তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান চর্চা, সৃষ্টি এবং বিতরণ করা।তোমরা সৃজনশীল নাগরিক তোমরাই সৃজনশীলতার তৈরি করবে। আমরা ক্ষুদে পাইলট প্ল্যান তৈরি করব। তোমরা আমাদের ইনোভেশন হাবে তোমাদের সৃজনশীলতা জমা দিবে আমরা তা দিয়ে নতুন কিছু সৃষ্টি করব। আমরা চাকরির পিছনে দৌড়াব না আমরা চাকরি তৈরি করব। তোমরা জ্ঞান সৃষ্টি করবে আর আমরা সেটা বাস্তবায়ন করব।
অনুষ্ঠানে আরও সংগঠনের উপদেষ্টা ও এ্যালমনাই সদস্যবৃন্দও বক্তব্য রাখেন।
অতিথিদের বক্তব্যের পাশাপাশি সংগঠনের তথ্যচিত্র প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নীবন ও প্রবীণ সদস্যদের উপহারসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি ২০১৮ সালে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
বিবার্তা/মহসিন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]