র‌্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র খুশি: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৭:২৯
র‌্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র খুশি: পররাষ্ট্রমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

র‌্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র খুব খুশি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে তারা কিছু বলেনি। এটা একটা প্রক্রিয়া।


রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।


নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আশা, আমরা স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করব। তারা বলেছেন, অনেক সময় অনেকে অভিযোগ করেন। আমরা বলেছি, অভিযোগ তো তোমার দেশেরও করে। তোমার ৭৭ পারসেন্ট রিপাবলিকান বলছে, তোমাদের ভুয়া নির্বাচন হয়েছে। আমাদের দেশেও এরকম কিছু লোক আছে এগুলো বলে। এগুলো তো কিছু লোক বলবে।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনও বুলেটের মাধ্যমে আসেনি। আমাদের বিশ্বাস আছে জনগণের প্রতি আর আমরা চাই বিশ্বশান্তি। সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং খোলামেলা আলোচনা হয়েছে। যেহেতু তারা বন্ধু, আমরা খোলামেলা আলোচনা করতে পারি।


নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, দেয়নি। আমরা বলেছি, কোনো দেশই জুতসই নয়। তোমাদের দেশও (যুক্তরাষ্ট্র) জুতসই নয়। তবে আমরা চেষ্টা করছি।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ককে কীভাবে অর্থবহ করতে পারি, সে বিষয়ে আলোচনা হয়েছে। ভালো ও যৌক্তিক পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করি। কোথাও দুর্বলতা চিহ্নিত হলে আমরা কাটিয়ে উঠার চেষ্টা করি।


এর আগে দুদিনের সফরে শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ওইদিন রাতে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে পররাষ্ট্র ভবনে যান তিনি। প্রায় দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন লু।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com