
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। সভায় উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে 'মায়ের কান্না ও অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ'-এর যৌথ উদ্যোগে মানবাধিকার লঙ্ঘন ও এর বিচারের দাবিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়,বিশ্ব মানবাধিকার দিবসে সমাবেশ করার কথা থাকলেও নির্বাচন কমিশন সমাবেশ করার অনুমতি দিতে অপারগতা প্রকাশ করায় দিবসটি ঘিরে ঘরোয়া কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]