মাসুম আওয়ালের 'গোয়েন্দা ড‌ব্লিউ হিং টিং ছট' পাচ্ছে সেরা বই পুরস্কার
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ০৯:৫৪
মাসুম আওয়ালের 'গোয়েন্দা ড‌ব্লিউ হিং টিং ছট' পাচ্ছে সেরা বই পুরস্কার
বিবার্তা প্রতি‌বেদক
প্রিন্ট অ-অ+

অমর একু‌শে বই‌মেলা ২০২৩-এ প্রকাশ হ‌য়ে‌ছে শিশুসা‌হি‌ত্যিক মাসুম আওয়া‌লের প্রথম উপন‌্যাস,  ‌'গো‌য়েন্দা ড‌ব্লিউ হিং টিং ছট'। শিশু-কি‌শোরদের জন‌্য লেখা `গোয়েন্দা ড‌ব্লিউ হিং টিং ছট'  প্রকাশ ক‌রে‌ছে অর্জন প্রকাশন। বইমেলায় বেশ সাড়া ফে‌লে বইটি।


এবার 'গোয়েন্দা ড‌ব্লিউ হিং টিং' ছট বইটির জন‌্য আর্টলিট বইমেলা সেরা বই পুরস্কার-২০২৩ পা‌চ্ছেন মাসুম আওয়াল।


আর্টলিট বইমেলা সেরা বই পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ বুলেটিন ‘ছুটির দিনের বইমেলা’। ছুটির দিনের বইমেলার উপদেষ্টা সম্পাদক দীপান্ত রায়হান এবং আর্টলিট লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রাকিব হাসানের যৌথ বিবৃতিতে সম্প্রতি এই ঘোষণার কথা জানানো হয়েছে।


অমর একুশে বইমেলা-২০২৩ এ বইমেলায় প্রকাশিত বই থেকে নির্বাচিত ১০টি বইয়ের লেখক প্রথমবারের মতো পাচ্ছেন এই পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন, ‘আগস্টের এক রাত’ বইয়ের জন্য সেলিনা হোসেন, ‘বিজয়ের নেপথ্যে’ বইয়ের জন্য হাসান শরীফ, ‘বিড়ালছানা ক্যাকটাস’ বইয়ের জন্য আসিফ মেহ্দী, ‘ইচ্ছার আরওতর পিনিক’ বইয়ের জন্য অরবিন্দ চক্রবর্তী, ‘ছড়াসমগ্র-১’ বইয়ের জন্য মামুন সারওয়ার, ‘বিস্মৃত সৈনিক’ বইয়ের জন্য আব্দুল্লাহ অপু, ‘গোয়েন্দা ডব্লিউ হিংটিং ছট’ বইয়ের জন্য মাসুম আওয়াল, ‘প্রেম যমুনায় মাতাল হাওয়া’ বইয়ের জন্য মাহবুব নাহিদ, ‘প্রেমিকার বঙ্কাল’ বইয়ের জন্য নিশো আল মামুন এবং জীবনের প্রথম বই শাখায় ‘গোলাপ অথবা উঁকি দেয়া চাঁদ’ বইয়ের জন্য মঞ্জুয়ারা সোনালী।


আজ বুধবার, ২২ মার্চ রাজধানীর একটি স্টুডিওতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আনুষ্ঠানিকভাবে লেখকদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রচার করবে এটিএন নিউজ।


এই পুরস্কার প্রা‌প্তি নি‌য়ে মাসুম আওয়াল ব‌লেন, ছড়‌া লি‌খে প্রচুর পাঠ‌কের ভা‌লোবাসা পে‌য়ে‌ছি। ভা‌লো লাগ‌ছে প্রথম প্রকা‌শিত কি‌শোর উপন‌্যাস‌টিও পাঠকরা গ্রহণ ক‌রে‌ছেন। এই পুরস্কার প্রা‌প্তিও আমার কা‌ছে অনেক আন‌ন্দের।


উল্লেখ‌্য, দেড় যু‌গেরও অধিক সময় ধ‌রে শিশু সা‌হিত‌্যচর্চা ক‌রে আস‌ছেন মাসুম আওয়াল। ইতোম‌ধ্যেই পাঠকপ্রিয়তা পে‌য়ে‌ছে তার লেখা ছড়ার বই বাক‌শো ভরা এক‌শো ছড়া, আমিও ফ‌ড়িং তু‌মিও ফ‌ড়িং, টই টই হই চই`। তার লেখা শি‌শু-কি‌শোর  গ‌ল্পের বই `জটা ক‌বিরাজ ও ভুতু‌ড়ে বট গাছ ও `আ‌শেকীন স‌্যা‌রের ক্লা‌শে মি‌ষ্টি একটা প‌রি`।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com