
হে বীর,
তোমার জন্য দেখেছি মোরা
স্বাধীন দেশের স্বপ্ন,
তোমায় দেখে সাহস জাগে
লক্ষ্য জয়ের জন্য।
তুমিইতো জাতির অনুপ্রেরণা
তুমিই বাংলার প্রাণ,
তাইতো তুমি অমর হয়ে
থাকবে চিরকাল।
তুমিই ভোরের সূর্য হয়ে
জাগিয়েছো বাংলার প্রাণ,
তোমার জন্য হাজার প্রনাম
রইলো অজস্র সম্মান।
দেশের কাজের মধ্য দিয়ে
শোধ করিবো তোমার ঋণ,
তুমিইতো দৃষ্টান্ত দেশপ্রেমিকের
অমর হে বাংলার মুজিব।
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]