
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-দিবস উপলক্ষে, ১৭ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শুক্রবার সকাল ৮টায় ধানমন্ডি ৩২-এ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীবৃন্দ।
সকাল ১০টায় একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হবে শিশুদের অংশগ্রহণে ‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। বিকাল ৩টায় জাতীয় চিত্রশালার ২ ও ৩ নং গ্যালারিতে চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার হলে ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
বিকাল ৫টা ৩০মিনিটে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা। সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক মনজুুরুল আহসান বুলবুল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]