শিরোনাম
হাইকোর্টে জামিন পেলেন শিমুল বিশ্বাস
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:২৭
হাইকোর্টে জামিন পেলেন শিমুল বিশ্বাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।


সোমবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে জামিন দেন।


আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।


এর আগে গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর- পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উস্কানির অভিযোগে ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। এ জামিন আদেশের ফলে শিমুল বিশ্বাসের মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com