
জাপানী বংশোদ্ভুত সেই দুই শিশুর অভিভাবকত্বের আইনি লড়াইয়ের যুক্তিতর্ক শেষ হয়েছে। শিশু দুইটি বাংলাদেশি বাবার, নাকি জাপানি মায়ের জিম্মায় থাকবে সে বিষয়ে পারিবারিক আদালতে রায় আজ।
এর আগে গত রবিবার (২২ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায়ের জন্য এই দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি একই আদালত দুই শিশুর বক্তব্য শুনে তা রেকর্ড করেছিলেন। পরে রবিবার মামলার যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেছিলেন।
জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এরপর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।
বাংলাদেশে আসার পর দুই মেয়ে কার জিম্মায় থাকবে তা নির্ধারণ করতে আদালতে গড়ায় বিষয়টি। এমনটি আপিল বিভাগে যায় এ ঘটনা। পরে আপিল মামলাটি নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতে পাঠানোর পর সেটি এখন বিচারাধীন। পারিবারিক আদালতের রায়ের মাধ্যমে ঠিক হবে শিশু দুটি কার জিম্মায় থাকবে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]