মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ অভিবাসী আটক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:৩০
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার জোহর বাহরু প্রদেশে ১৫টি দোকানে অভিযান চালিয়ে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ।


রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে মঙ্গলবার (১৬ এপ্রিল) এদের গ্রেফতার করা হয়।


বুধবার (১৭ এপ্রিল) ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার দিনগত গভীর রাতে ১৫টি হটস্পট এলাকায় অনেক অবৈধ অভিবাসী বসবাস করছেন বলে তথ্য পায়।


তিনি আরো বলেন, স্থানীয়দের কাছ থেকে গোপন তথ্য পেয়ে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় অভিযান চালিয়ে মোট ১১৫ জন বিদেশিকে তল্লাশি করা হয়। তার মধ্য থেকে ২৬ জনের কাছে বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি। পরে সন্দেহভাজন হিসেবে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর অধীনে আটক করা হয় তাদেরকে। আটকদের মধ্যে বাংলাদেশের ২৩ জন ছাড়াও ভারতের দুজন এবং ইন্দোনেশিয়ার একজন নাগরিক।


প্রসঙ্গত, চলতি বছরের ১ মার্চ থেকে অবৈধ অভিবাসীদের ৫০০ রিঙ্গিত জরিমানার বিনিময়ে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার। তবে এর মাঝেও ধরপাকড় অভিযান চলছে দেশটিতে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com