প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত আরব দেশগুলো: বাইডেন
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১৯:৪১
প্রথমবারের মতো ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত আরব দেশগুলো: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব ও অন্যান্য আরব দেশ ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে অফ-ক্যামেরা তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে ওই কক্ষে অবস্থানরত সাংবাদিকদের বরাতে জানিয়েছে রয়টার্স।


খবর অনুসারে, বাইডেন ইসরায়েলের জন্য ‘গাজা-পরবর্তী পরিকল্পনা’র আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। যার মধ্যে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি ট্রেন’ অন্তর্ভুক্ত রয়েছে।


গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় প্রচেষ্টা জোরদার করতে ইসরায়েলের প্রতি প্রকাশ্যে আহ্বান জানানোর জন্য বাইডেনের ক্রমবর্ধমান ইচ্ছার প্রতিফলন ঘটেছে এই মন্তব্যে।


বাইডেন বলেন, আমি এখনই বিশদে যাব না। কিন্তু আমি সৌদি আরব এবং মিশর, জর্ডান ও কাতারসহ অন্যান্য আরব দেশের সঙ্গে কাজ করছি। তারা প্রথমবারের মতো ইসরায়েলকে পুরোপুরি স্বীকৃতি দিতে প্রস্তুত।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com