
সম্প্রতি রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। তাদের এই পদক্ষেপকে অর্থহীন আখ্যা দিয়ে ফিনল্যান্ড সীমান্তে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড সীমান্তে সেনা ও প্রয়োজনীয় অস্ত্র মোতায়েন করা হবে।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ’কে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান ছিল অর্থহীন একটি সিদ্ধান্ত।
সাক্ষাৎকারে পুতিন বলেন, ফিনল্যান্ড সীমান্তে পূর্বে আমাদের সৈন্য না থাকলেও এখন থেকে থাকবে। শুধু সৈন্যই নয় বরং আমরা ফিনল্যান্ড সীমান্তে ধ্বংসাত্মক অস্ত্রও মোতায়েন করবো।
এদিকে, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে পারমাণোবিক হামলার বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, পারমাণবিক যুদ্ধ খুব দ্রুতই ঘটার সম্ভাবনা নেই। ইউক্রেনে পারমাণবিক হামলারও কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই। তবে সামরিক দিক থেকে আমরা এ ধরণের হামলার জন্য প্রস্তুত।
সাক্ষাৎকারে পুতিন জানান, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সৈন্য পাঠায় তবে এটিকে আমরা যুদ্ধ পরিস্থিতি বলে বিবেচনা করবো।
রাশিয়ায় ও ইউক্রেনের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি দুই পক্ষই হামলা জোরদার করেছে। বিশেষ করে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।
জানা গেছে, সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে রাশিয়ার, যা সংখ্যায় অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]