
অতি গুরুত্বপূর্ণ নৌ-পথ লোহিত সাগরে জাহাজে হুথি বিদ্রোহীদের হামলার কারণে এই পথে জাহাজ চলাচলকারী অন্যান্য প্রধান প্রধান কোম্পানিগুলোর সাথে জাপানি শিপিং ফার্ম নিপ্পন ইউসেন ও তাদের জাহাজ চলাচল স্থগিত করেছে।
১৭ জানুয়ারি, বুধবার সংস্থাটি এই কথা জানায়।
এনওয়াইকে শিপিং লাইনের মুখপাত্র বলেছেন, আমরা লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী সমস্ত জাহাজের ন্যাভিগেশন স্থগিত করেছি।
তিনি বলেন, ‘ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার’ লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিদ্রোহীদের হামলার জবাবে শুক্রবার থেকে মার্কিন ও ব্রিটিশ বাহিনী হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থাপনায় বোমাবর্ষণ করছে।
হুথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগরে ইসরায়েল-সংযুক্ত শিপিং হামলাকে টার্গেট করছে।
পরিস্থিতি ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। লোহিত সাগর বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক অঞ্চল এবং এই বাণিজ্যিক রুটে এশিয়ান ও ইউরোপীয় বাজারের পণ্য পরিবহন এবং বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহন করে।
বাণিজ্যিক জাহাজের আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশে ঘুরে এই পণ্য পরিবহনে আরও বেশি সময় লাগে এবং আরও বেশি ব্যয়বহুল।
অন্য দুটি প্রধান জাপানি শিপিং ফার্ম-কাওয়াসাকি কিসেন এবং মিৎসুই ওএসকে লাইনস লোহিত সাগরের মধ্য দিয়ে নেভিগেশন স্থগিত করেছে। মঙ্গলবার জাপানের দৈনিক নিক্কেই এই খবর দিয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]