
রাশিয়ার সঙ্গে সীমান্ত আরও ৪ সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ড।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের সকল বর্ডার পোস্ট। আগের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ জানুয়ারিতে সীমান্ত খুলে দেয়ার কথা ছিল।
গত নভেম্বর মাসের শুরুতে ৯০০ জনেরও বেশি শরণার্থী রাশিয়া থেকে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় পৌঁছান। এমন উচ্চ সংখ্যক অভিবাসন-প্রত্যাশী ফিনল্যান্ডের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ‘গুরুতর হুমকি’ বলে মনে দেশটির সরকার।
ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রান্তানেন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, আরও বেশি অভিবাসী ফিনল্যান্ডে প্রবেশের জন্য সীমান্ত এলাকায় অপেক্ষা করছেন। তবে জাতীয় নিরাপত্তা ফিনল্যান্ডের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে জন্য অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে আলোচনা করছে সংশ্লিষ্ট বিভাগ।
গত ডিসেম্বর মাসের মাঝামাঝি রাশিয়ার সঙ্গে সকল বর্ডার পোস্ট বন্ধ করে দেয় ফিনল্যান্ড এবং সে বন্ধ রাখার মেয়াদ ১৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল।
ফিনল্যান্ডের পূর্বাঞ্চল ও রাশিয়ার মধ্যে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]